Tuesday, 23 December 2025
The News Diplomats
ডিপ্লোমেটস প্রতিবেদক :
Publish : 11:53 AM, 16 December 2025.
Digital Solutions Ltd

স্কারবরো সাউথওয়েস্টে লিবারেলের সম্ভাব্য এমপি প্রার্থীর মতবিনিময়

বাংলাদেশি কমিউনিটির সেতুবন্ধন হিসাবে কাজ করতে চাই: আহসানুল হাফিজ

বাংলাদেশি কমিউনিটির সেতুবন্ধন হিসাবে কাজ করতে চাই: আহসানুল হাফিজ

সম্ভাব্য এমপি প্রার্থী ও অন্টারিও লিবারেল পার্টির ভাইস চেয়ারম্যান জনাব আহসানুল হাফিজ: নিউজ ডিপ

Publish : 11:53 AM, 16 December 2025.
ডিপ্লোমেটস প্রতিবেদক :

টরন্টোর স্কারবরো সাউথওয়েস্ট আসনে সম্ভাব্য এমপি প্রার্থী ও অন্টারিও লিবারেল পার্টির ভাইস চেয়ারম্যান জনাব আহসানুল হাফিজ বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে বলেছেন, আমি অন্তর্ভুক্তিমূলক রাজনীতি, সমান সুযোগ এবং সামাজিক ন্যায়ের পক্ষে কাজ করে যেতে দৃঢ়প্রতিজ্ঞ। যদি লিবারেল পার্টি থেকে মনোনয়ন এবং আপনাদের সহযোগিতা ও দোয়া পাই, তবে স্কারবরো সাউথওয়েস্টের মানুষের কণ্ঠস্বর হয়ে তাঁদের আশা-আকাঙ্ক্ষা পার্লামেন্টে তুলে ধরতে চাই।

সোমবার রাতে ড্যানফোর্থ বাংলা টাউনের একটি রেস্টুরেন্টে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ও ফুলবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামরুল হাসান সাহানের প্রাণবন্ত সঞ্চালনায় জনাব আহসানুল হাফিজ আরো বলেন, স্কারবরো সাউথওয়েস্ট শুধু একটি নির্বাচনী এলাকা নয়—এটি বহু সংস্কৃতি, বহু ভাষা ও বহু স্বপ্নের আবাসভূমি। এই এলাকার উন্নয়ন, সামাজিক স্থিতিশীলতা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সম্ভাবনাময় সমাজ গড়ে তুলতে বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দের ভূমিকা অপরিসীম। আমি আপনাদের সামনে একটি ব্যক্তিগত স্বপ্ন ও দায়িত্ববোধের কথা বিনয়ের সঙ্গে তুলে ধরতে চাই। আপনাদের সহযোগিতা ও দোয়া পেলে আমি কানাডার ইতিহাসে প্রথম বাংলাদেশি বংশদ্ভূত সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে অটোয়ায় যাওয়ার লক্ষ্য নিয়ে কাজ করতে চাই। এটি শুধু আমার ব্যক্তিগত অর্জন নয়—এটি হবে আমাদের পুরো বাংলাদেশি কমিউনিটির গর্ব, কণ্ঠস্বর ও স্বীকৃতি।

তিনি বলেন, লিবারেল পার্টির একজন কর্মী ও অন্টারিওর ভাইস চেয়ারম্যান হিসেবে আমি সবসময় অন্তর্ভুক্তিমূলক রাজনীতি, সাম্য ও সামাজিক ন্যায়ের পক্ষে কাজ করেছি। আগামী দিনগুলোতেও দল-মত নির্বিশেষে স্কারবরো সাউথওয়েস্টের সব মানুষের জন্য কাজ করতে চাই।

অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ বলেন, স্কারবরো সাউথওয়েস্ট একটি বহুসাংস্কৃতিক ও বৈচিত্র্যময় এলাকা। এখানে বসবাসরত বিভিন্ন জাতিগোষ্ঠী, বিশেষ করে বাংলাদেশি ও দক্ষিণ এশীয় কমিউনিটি শিক্ষা, অর্থনীতি, সংস্কৃতি ও সমাজসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। কিন্তু একই সঙ্গে আমরা আবাসন সংকট, কর্মসংস্থানের সীমাবদ্ধতা, অভিবাসীদের নানা জটিলতা এবং যুব সমাজের দিকনির্দেশনার অভাবের মতো বাস্তব সমস্যার মুখোমুখি হচ্ছি।

কমিউনিটি নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বাংলাদেশ কমিউনিটি থেকে একজন প্রার্থী হওয়ার উপর গুরুত্বারোপ করে বলেন, আমরা আশাবাদী, আপনার মতো একজন যোগ্য, অভিজ্ঞ ও কমিউনিটিবান্ধব নেতৃত্ব স্কারবরো সাউথওয়েস্টের মানুষের প্রত্যাশা ও সমস্যাগুলো অটোয়ার নীতিনির্ধারণী পর্যায়ে জোরালোভাবে তুলে ধরতে পারবেন। বিশেষ করে একজন বাংলাদেশি বংশদ্ভুত সম্ভাব্য এমপি প্রার্থী হিসেবে আপনার এগিয়ে আসা আমাদের কমিউনিটির জন্য গর্ব ও অনুপ্রেরণার বিষয়।

তারা বলেন, আমরা চাই—আপনি নির্বাচিত হলে কর্মসংস্থানে সমান সুযোগ, অভিবাসীদের ন্যায্য অধিকার, যুব সমাজের ভবিষ্যৎ নির্মাণে কার্যকর ভূমিকা রাখবেন। একই সঙ্গে কমিউনিটির সঙ্গে নিয়মিত যোগাযোগ ও পরামর্শের ধারাবাহিকতা বজায় রাখবেন—এটাই আমাদের প্রত্যাশা।

মতবিনিময়ে জনাব আহসানুল হাফিজ তার দীর্ঘ কর্মপরিকল্পনা ও বাংলাদেশি কমিউনিটর সঙ্গে তার দীর্ঘ সেতুবন্ধনের বৃত্তান্ত তুলে ধরে বলেন, আজকের এই মতবিনিময় সভা পারস্পরিক বোঝাপড়া, আস্থা ও সহযোগিতার একটি দৃঢ় ভিত্তি গড়ে তুলবে। আমি বিশ্বাস করি—জনপ্রতিনিধি ও কমিউনিটির মধ্যে সেতুবন্ধন দৃঢ় না হলে টেকসই উন্নয়ন সম্ভব নয়। আপনাদের মতামত, পরামর্শ ও অভিজ্ঞতা আমার জন্য অত্যন্ত মূল্যবান।

তিনি বলেন, আজকের এই সৌজন্য সাক্ষাৎ যেন পারস্পরিক বিশ্বাস, সহযোগিতা ও সম্মিলিত অগ্রযাত্রার একটি নতুন অধ্যায়ের সূচনা করে—এই প্রত্যাশা রাখছি। আমি বিশ্বাস করি—রাজনীতি মানে প্রতিশ্রুতি নয়, রাজনীতি মানে দায়িত্ব। আর সেই দায়িত্ব পালনে কমিউনিটির অভিজ্ঞতা, পরামর্শ ও অংশগ্রহণ ছাড়া কোনোভাবেই সফল হওয়া সম্ভব নয়। আপনাদের সঙ্গে নিয়ে, আপনাদের কথা শুনে, আপনাদের সমস্যা অটোয়ার নীতিনির্ধারণী পর্যায়ে তুলে ধরাই হবে আমার প্রধান অঙ্গীকার। কনকনে শীত এবং শত ব্যস্ততার মধ্যেও মতবিনিময়ে অংশ নেয়ার জন্য সবাইকে উষ্ণ অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন আহসানুল হাফিজ।

মতবিনিময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ সমিতির সাবেক সভাপতি প্রফেসার আতাউর রহমান, জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টোর সাবেক সভাপতি সাদ চৌধুরী, মৌলভীবাজার জেলা এসোসিয়েশনের সাবেক সভাপতি লায়েকুল হক চৌধুরী, ইউনাইটেড জালালাবাদ ফাউন্ডেশনের সভাপতি খছরুজ্জামান চৌধুরী, বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি আনম ইউসুফ, গোলাপগঞ্জ ফাউন্ডেশন অব টরন্টোর সভাপতি সাব্বির চৌধুরী লিটন, সাবেক সভাপতি নওয়াজ চৌধুরী সাজু, ট্রেজারার জুবায়ের আহমদ সিপিএ, সাবেক চেয়ারম্যান মিসবাহুল কাদির ফাহিম, কমিউনিটি নেতা আব্দুল মানিক, সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান সালাম, মৌলভীবাজার জেলা এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মোরশেদ আহমদ মুক্তা,  হবিগঞ্জ জেলা অ্যাসোসিয়েশনের সাবেক সেক্রেটারি রিয়েলেটর এবাদ চৌধুরী, রিয়েলেটর সবুজ চৌধুরী টিটু, বিশিষ্ট ব্যবসায়ী গিয়াস উদ্দীন,  হবিগঞ্জ জেলা অ্যাসোসিয়েশনের সাবেক সেক্রেটারী রাফি চৌধুরী, বিয়ানীবাজার সামাজিক সাংস্কৃতিক ইনক এর সাবেক সেক্রেটারী আবু তাহের, কমিউনিটি নেতা এমাদ চৌধুরী, ওসমানী স্মৃতি সংসদের সেক্রেটারী তাহমিনা চৌধুরী, কমিউনিটি নেতা যথাক্রমে রোমান চৌধুরী, সাইদুন ফয়ছল, জমশেদ চৌধুরী মিসকাত, দাদুল আহমেদ, ইলিয়াছুর রহমান, সাইফুর রহমান খোকন, সাইফুজ্জামান ভুট্টো, মহসিন আহমদ চৌধুরী, দেওয়ান হক,মাসুক আহমদ,মস্তফা মামুন প্রমুখ।

USA/CANADA বিভাগের অন্যান্য খবর

শিরোনাম বাংলাদেশে সহিংসতার দায় ড. ইউনূসের, দাবি শেখ হাসিনার শিরোনাম অনাকাঙ্খিত পরিস্থিতিতে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের কনসুলার সেবা স্থগীত শিরোনাম জালালাবাদ এসোসিয়েশনের বিজয় উৎসব যেন টরন্টোয় একখণ্ড বাংলাদেশ শিরোনাম মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী এ কে খন্দকার বীর উত্তম আর নেই শিরোনাম বীর ওসমান হাদী, তোমার মন্ত্রে বাংলাদেশ দুনিয়ার কাছে মাথা উঁচু করে চলবে শিরোনাম লাখো মানুষের শ্রদ্ধা-ভালোবাসায় শরিফ ওসমান হাদির শেষবিদায়