Tuesday, 23 December 2025
The News Diplomats
ডেস্ক রিপোর্ট :
Publish : 07:22 AM, 15 April 2025.
Digital Solutions Ltd

ট্রাম্পের সহকারীর পোষাক ‘মেইড ইন চায়না’, রাষ্ট্রদূতের খোঁচা

ট্রাম্পের সহকারীর পোষাক ‘মেইড ইন চায়না’, রাষ্ট্রদূতের খোঁচা

ওয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট

Publish : 07:22 AM, 15 April 2025.
ডেস্ক রিপোর্ট :

ওয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিটের পরনের পোশাক চিনে তৈরি! এক চিনা রাষ্ট্রদূতের সমাজমাধ্যমের পোস্ট প্রকাশ্যে আসতেই উঠছে সেই প্রশ্ন।
সম্প্রতি ইন্দোনেশিয়ার চিনা রাষ্ট্রদূত ঝাং ঝিশেং লেভিটের একটি ছবি পোস্ট করেন। সেই ছবিতে ওয়াইট হাউসের প্রেস সচিবের পরনে একটি লাল পোশাক দেখা যাচ্ছে। সেই পোশাকের গলা এবং দুই বুক পকেটের কাছে রয়েছে কালো রঙের লেস! বিতর্কের সূত্রপাত ওই লেস নিয়ে। দাবি করা হচ্ছে, পোশাকের ওই লেইসটি চিনের মাবুজ়েনের একটি কারখানায় তৈরি।
ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় বার মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই চিনের সঙ্গে আমেরিকার কূটনৈতিক সম্পর্ক তলানিতে ঠেকেছে। সম্প্রতি দুই দেশের মধ্যে শুরু হওয়া বাণিজ্যযুদ্ধ তুঙ্গে উঠেছে। ট্রাম্প চিনা পণ্যের উপর বাড়তি শুল্ক ধার্য করার সিদ্ধান্ত ঘোষণার পর ট্রাম্পকে জবাব দিতে মার্কিন পণ্যের উপরও শুল্কের পরিমাণ বাড়িয়েছে চিন। কয়েক দিন আগেই আমেরিকার বাজারে চিনা পণ্যের উপর ১৪৫ শতাংশ শুল্ক চাপিয়েছেন ট্রাম্প। সেই সিদ্ধান্ত প্রকাশ্যে আসতে পাল্টা জবাব দেয় বেজিংও। শুক্রবার তারা ঘোষণা করে, ৮৪ নয়, এ বার থেকে মার্কিন পণ্যের উপর ১২৫ শতাংশ আমদানি শুল্ক ধার্য করা হচ্ছে। একই সঙ্গে শেষ পর্যন্ত লড়াই করার কথাও শোনা যাচ্ছে চিন প্রশাসনের গলায়।
আমেরিকার শুল্কনীতি নিয়ে চিনকে কটাক্ষের সুর শোনা গিয়েছে লেভিটের গলাতেও। সেই তাঁর পরনেই চিনের তৈরি পোশাক কেন, প্রশ্ন তুলছেন অনেকেই। যদিও ওই পোশাক যে চিনের কোম্পানিতেই তৈরি, তা নিশ্চিত করেননি লেভিট বা মার্কিন প্রশাসনের কোনও কর্তাব্যক্তি।
খবর - আনন্দবাজার

USA/CANADA বিভাগের অন্যান্য খবর

শিরোনাম বাংলাদেশে সহিংসতার দায় ড. ইউনূসের, দাবি শেখ হাসিনার শিরোনাম অনাকাঙ্খিত পরিস্থিতিতে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের কনসুলার সেবা স্থগীত শিরোনাম জালালাবাদ এসোসিয়েশনের বিজয় উৎসব যেন টরন্টোয় একখণ্ড বাংলাদেশ শিরোনাম মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী এ কে খন্দকার বীর উত্তম আর নেই শিরোনাম বীর ওসমান হাদী, তোমার মন্ত্রে বাংলাদেশ দুনিয়ার কাছে মাথা উঁচু করে চলবে শিরোনাম লাখো মানুষের শ্রদ্ধা-ভালোবাসায় শরিফ ওসমান হাদির শেষবিদায়